চট্টগ্রামের মৃণ্ময় আর্ট গ্যালারিতে রোটারি ক্লাব অফ চিটাগং পোর্টসিটি,রোটার্যাক্ট ক্লাব অফ চিটাগং লেকসিটি ও এ মাবুদ ট্রেডিং যৌথ আয়োজিত সার্ভিং ফুড প্রেজেন্টেশন কনটেস্ট সিজন-২ অনুষ্ঠান গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে ১০ জন প্রতিযোগী ফাইনালিস্ট অংশগ্রহণকারীদের নিয়ে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রথম হয়ে চ্যাম্পিয়ন হন শামি ফরহাদ, প্রথম রার্নার আপ হোন ফারাহ আকতার,দ্বিতীয় রার্নার আপ হন রাবেয়া অভী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ গভর্নর প্রকৌশলী মতিউর রহমান এমডি,বিশেষ অতিথি ছিলেন ফাস্টলেডি পিপি শামিনা ইসলাম। আরো উপস্থিত ছিলেন পোর্টসিটি রোটারি ক্লাবের পিপি আজিজুল বারী জিন্নাহ,পিপি ছাইফুল হুদা সিদ্দিকী,পিপি মোরশেদ আলম,প্রেসিডেন্ট সাজিদুল হক ,সেক্রেটারি জাহেদুল ইসলাম,মৃণ্নয় আর্ট গ্যালারি স্বত্বাধিকারী সামিনা করিম,এ মাবুদ ট্রেডিং এর স্বত্বাধিকারী রমিজ উদ্দিন ও মোহাম্মদ আসিফ । ফুড প্রেজেন্টেশনে বিচারক ছিলেন শেফ ইরফান হোসাইন ও রন্ধন বিশেষজ্ঞ নুর আক্তার জাহান,রোটার্যাক্ট ক্লাব অফ চিটাগং লেকসিটি ক্লাবের পিপি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম,পিপি আবুদুল মোতালেব,পিপি নাজমুল হাসান শাকিল,ক্লাব প্রেসিডেন্ট ইমরানুল ইসলাম তুহিন,সদস্য রিজা সুলতানা। এছাড়া আরো উপস্থিত ছিলো অতিথি তাওহিদুল ইসলাম, কোহিনূর, সোনিয়া, অনু,নুসরাত, ফারজানা। উল্লেখ্য,অনলাইনের মাধ্যমে সারা দেশ থেকে প্রাথমিক পর্বে ৬৬ জন প্রতিযোগী থেকে বাছাই করে ১০ জন প্রতিযোগী নিয়ে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।