মাগুরার মহম্মদপুর উপজেলার নিখড়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী শীতবস্থ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। রোটারি ক্লাব অফ ঢাকা প্রিমিয়ার, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১, পববার যড়ড়র বহু কি এর আয়োজনে নিখড়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৮ জন ছাত্র ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী, বই, খাতা, কলম, স্কুল বাগ সামগ্রী বিতরণ করা হয় । এছাড়া এলাকার দুস্থ, অসহায় ১২০ জন রোগীকে বিনামূল্য চিকিৎসা ও ঔষধ প্রদান।
করা হয়। অনুষ্ঠানে নিখড়হাটা সরকারি প্রাথমিকের সাবেক ছাত্র ও ধানমন্ডি এশিয়া ব্যাংকের শাখা প্রধান মঞ্জুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব অফ ঢাকা প্রিমিয়ার এর সভাপতি সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে রোটারি ক্লাব অব ঢাকা প্রিমিয়ার এর সাবেক সভাপতি কাক, রাসেল, নুরুজ্জামান, আফজাল হোসেন, গোলাম তারে, সদস্য মোঃ সুমন, খোকন, ফারুক, লিপি সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সমাজকর্মী উপস্থিত ছিলেন।